
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সর্বস্তরের সব দল, মত, চিন্তা ও দর্শনের মানুষ আজ নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের সর্বস্তরের সব মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহা গণসমাবেশে। সম্মানিত উপস্থিতিগণ—আপনারা যারা দূর-দূরান্তে অবস্থান করছেন, আপনাদের প্রত্যেককে আমরা সহনশীল আচরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন।
তিনি আরও বলেন, গাজার মানুষের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে বাংলাদেশের প্রতিটি নাগরিক—ধর্ম-বর্ণ নির্বিশেষে—তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। সম্মানিত ভাইয়েরা, আমি দূর-দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের আশপাশে কেউ অসুস্থ হলে তাকে পানি দিন, বসতে দিন। চাপাচাপি ও ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে আবারও শান্ত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণজমায়েতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল মালেক।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1339873873949618&rdid=KaSWY7U4y4Cl39eo
ইমরান