ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভ

প্রকাশিত: ২১:৫০, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১০, ১২ এপ্রিল ২০২৫

রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন আলু চাষিরা। প্রতি কেজি আলু আট থেকে নয় টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে নেই কোনো আলু ক্রেতা। এ কারণে আলুর বাম্পার ফলনেও কৃষকের মুখে নেই হাসি।

একুশে টিভির এক প্রতিবেদন অনুযায়ী, এ বছর রংপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। তারপরও আলু চাষিরা হতাশ। রাস্তায় আলু ফেলে ক্ষোভ প্রকাশ করেছে অনেক কৃষক।

প্রতিবেদনে আরও জানা যায়, গত বছর আলুর ব্যাপক চাহিদা থাকায়, এ বছর চাষিরা আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ৫৩ হাজার ৯শ’ ৫৯ হেক্টর জমি। আর আলু চাষ হয়েছে ৬২ হাজার ২শ’ ৮০ হেক্টর জমিতে। আলুর চাষের বাড়তি জমির পরিমাণ ১২ হাজার ৩শ’ ৫০ হেক্টর।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ‘আলু উৎপাদন হয়েছে প্রায় ১৬ লক্ষ ৯৮ হাজার মেট্রিকটন। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।’ এক আলু চাষীর ভাষ্যমতে, ‘প্রতি কেজিতে আলুর দাম পড়ে গেছে ১৫ টাকা, যা উৎপাদন খরচের চেয়েও অনেক কম।’

বাড়তি আলু স্টোরে রাখা সম্ভব কীনা জানতে চাইলে, অন্য এক আলু চাষী বলেন, ‘আলু স্টোরে রাখার যে খরচ তা আমাদের কাছে নেই।’ এ ব্যাপারে ব্যবসায়ী ও আলু চাষী উভয়ই সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্রঃ একুশে টিভি

https://youtu.be/BtFKB4pk4Bw?si=Ca7GxxVV3nj1xXS7

আরশি

×