ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ

প্রকাশিত: ২১:০৩, ১২ এপ্রিল ২০২৫

ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির (জাপা) খুলনার তিন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেনজাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এসএম মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “ভুল স্বীকার ক্ষমা চাওয়াই রাজনৈতিক শিষ্টাচার। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক জনগণের নামে ক্ষমতায় না আসতে পারে।

তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল গফফার বিশ্বাস জানান, অতীতে বিএনপির সহ-সভাপতি থাকা অবস্থায়অপারেশন ক্লিন হার্ট’-এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। এরপর জাতীয় পার্টি যখনজনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়”, তখনও তিনি সরে দাঁড়িয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ অনুসারীরা যে কমিটি ঘোষণা করেছিলেন, তাতে এই তিন নেতার নাম অন্তর্ভুক্ত ছিল।

 

মেহেদী হাসান

×