
ছবি: জনকণ্ঠ
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার রাজপথে নামে হাজারো ধর্মপ্রাণ মুসলমান। শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে মানুষ ছুটে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার দাবিতে চলা এই কর্মসূচিকে ঘিরে গোটা নগরী পরিণত হয় এক প্রতিবাদী জনসমুদ্রে।
মিছিলগুলোতে অংশ নেয় শিশু, কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সী মানুষ। কারও মাথায় কালেমা খচিত সাদা কাপড়, কারও হাতে ফিলিস্তিনের পতাকা। মিছিলের অগ্রভাগে থাকা অনেকেই স্লোগান তুলছিলেন— “মসজিদে আকসা মুক্ত কর, ফিলিস্তিন স্বাধীন কর”, “ইহুদি পণ্য বর্জন কর” ইত্যাদি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর রাজপথে মিছিলের ঢলও বাড়তে থাকে। মিছিলকারীরা জানান, মুসলিম জাতি হিসেবে তারা কখনও ফিলিস্তিনের মানুষের ওপর চলমান নির্যাতনের প্রতি নির্বিকার থাকতে পারে না। “আমরা মুসলমান, মানচিত্রে বিভাজন থাকলেও আমরা এক উম্মাহ। ফিলিস্তিনের শিশু, নারী, নিরীহ মানুষদের ওপর যে বর্বরতা চলছে, তার প্রতিবাদ করাই এখন ফরজ,” বলেন মিছিলে অংশ নেওয়া এক যুবক।
সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় এবং প্রয়োজন হলে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে। কেউ কেউ এমনকি সরাসরি ফিলিস্তিনে গিয়ে সংগ্রামে অংশ নেওয়ার আকাঙ্কাও ব্যক্ত করেন।
এই বিশাল কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর সদস্যদের। বসানো হয় চেকপোস্ট, বন্ধ করে দেওয়া হয় সমাবেশ অভিমুখী বেশ কয়েকটি সড়কে যান চলাচল। নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয় আলাদা ট্রাফিক পরিকল্পনা, পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা অস্ত্রসহ টহলও দেন।
ঢাকার রাজপথে এমন বিপুল জনসমাগম ও প্রতিবাদ কর্মসূচি আবারও প্রমাণ করে, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বাংলাদেশের সাধারণ জনগণ কতটা ঐক্যবদ্ধ এবং সোচ্চার।
ভিডিও দেখুন: https://youtu.be/BKqyxkf6HsQ?si=-JG2mrqQrNPo13Y0
এম.কে.