ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

আজকের ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন!

প্রকাশিত: ২০:০০, ১২ এপ্রিল ২০২৫

আজকের ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন!

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা, হত্যাযজ্ঞ এবং আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ পরিণত হয়েছে প্রতিবাদের মহাসমাবেশে। হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে একটিই দাবি— “গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো।”

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ নামের এক বিশাল প্রতিবাদ সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, ইসলামি বক্তা ও সংস্কৃতিকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছেন।

সকাল থেকেই শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, টিএসসি, পলাশীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী বার্তায় সমৃদ্ধ প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— “গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব?”, “ফিলিস্তিন মুক্ত করো”, “ইসরায়েলি দখলদারিত্বের অবসান চাই।”

অনেক অংশগ্রহণকারী অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ নেতানিয়াহু ও ট্রাম্পের মুখোশ পরে বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন, আবার কেউ রক্তাক্ত প্রতীকী পোশাক পরে গাজার ভয়াবহতা তুলে ধরেছেন।
আয়োজকদের মতে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তোলা।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1A73kWEC9k/

মারিয়া

×