
ফ্যাসিস্টের প্রতিকৃতি যারা পুড়িয়েছে তাদের আইনের আওয়তায় আনা হবে বলে মন্তব্য করেছেন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সিলেটে সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরা ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়িয়ে দিয়েছে। যে বা যারাই জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওয়তায় আনা হবে। যারা চায়না ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ থাকুক এটি তাদের কাজ। ইতি মধ্যে পুলিশ কাজ করছে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।
তিনি আরও বলেন ,দেশবাসীর প্রতি আহবান জানাই আমরা সবাই এক হয়ে উৎসব পালন করতে চেয়েছি কিন্তু এতে ফ্যাসিবাদের দোসরদের ভালো লাগেনি। তারা আমাদের ঐক্যে বাধা দিতে চায়, তাই আমার সবাই এক হয়ে উৎসব পালন করব।
তিনি বলেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। দুষ্কৃতকারীদের সতর্ক করে এ উপদেষ্টা বলেন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোন শংকা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী,জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ।
রাজু