ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলার গুজব, কারা অধিদপ্তরের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ১৮:২৪, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২৯, ১২ এপ্রিল ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলার গুজব, কারা অধিদপ্তরের প্রতিবাদ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত — এমনটি জানিয়েছে কারা অধিদপ্তর। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও কনটেন্টকে "ভিত্তিহীন ও বিভ্রান্তিকর" আখ্যা দিয়ে এই প্রতিবাদ জানানো হয়।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা, মনগড়া ও গুজব নির্ভর।

 

কারা অধিদপ্তর জানায়, দেশের কোনো কারাগারে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। ভিআইপি থেকে শুরু করে প্রতিটি বন্দির নিরাপত্তা নিশ্চিতে কারা অধিদপ্তর সর্বদা তৎপর ও প্রস্তুত রয়েছে।

 

প্রতিষ্ঠানটি আরও জানায়, কারাগার একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায়, এর সঙ্গে সম্পর্কিত যেকোনো তথ্য প্রচারের পূর্বে যথাযথ যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কারা অধিদপ্তর বর্তমান সীমাবদ্ধতার মধ্যেও বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা আমাদের রয়েছে।”

এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে জনমনে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে ভবিষ্যতে যারা এমন গুজব রটাবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে কারা সদর দপ্তর।

রবিউল হাসান

×