
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায়। কারণ ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহুর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান।
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আজ শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্যাতিতদের প্রতি সংহতি জানিয়ে স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার আয়োজনে ঘন্টাব্যাপী প্রতিবাদী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সাথে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আমাদের দৃঢ় অবস্থান রয়েছে।
আজ বিশ্ববাসীর উচিত, সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একইসাথে বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার সরাসরি হস্তক্ষেপ করবে বলে দেশবাসী কামনা করছেন।
আবু নাসের মো. রহমাতুল্লাহ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্যদিয়ে সমাধান চাচ্ছি।
বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরামের মহানগর শাখার সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন প্রমুখ।
শিহাব