
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মন্তব্য করেছেন যে, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ। শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ অর্থ পাচার করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া, যা শুধুমাত্র বাংলাদেশের আইন দিয়ে সম্ভব নয়; এর জন্য অন্যান্য দেশের সরকারের সঙ্গে সমন্বয় প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রচেষ্টায় শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে।
গভর্নর আরও জানান, দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং রপ্তানি বাড়ছে, যা দেশের অর্থনৈতিক অবস্থার সুসংবাদ। তবে তিনি উল্লেখ করেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে, যা অন্যান্য দেশেও সাধারণত দেখা যায়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে পরবর্তী সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।
শিহাব