
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।
সমাবেশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন, যাতে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের সঙ্গে জড়িত অন্যান্যদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়া, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তাদের প্রতিবাদ জানান।
এই ধরনের প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
শিহাব