ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনের প্রতি ভালবাসায় উত্তাল ঢাকা; ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ, জনস্রোতের গর্জন

প্রকাশিত: ১৬:২৯, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৩২, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের প্রতি ভালবাসায় উত্তাল ঢাকা; ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ, জনস্রোতের গর্জন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে গড়ে উঠেছে গণজাগরণ। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢল নামে হাজার হাজার মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে ঢাকায় এসে উপস্থিত হন, যার মধ্যে ছিলেন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ-সকল শ্রেণি-পেশার মানুষ।

এই কর্মসূচির আহ্বান এসেছিল ফেসবুকভিত্তিক একটি স্বতঃস্ফূর্ত সংগঠন থেকে। বেলা দেড়টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় জমায়েত, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।

জমায়েতে অংশগ্রহণকারীরা ব্যানার-পোস্টার হাতে প্রতিবাদ জানাতে থাকেন। তবে ব্যানারগুলোতে ছিল না কোনো রাজনৈতিক দলের নাম। বরং সেখানে লেখা ছিল-"গাজা জ্বলছে, বিশ্ব নিশ্চুপ", "ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো", "ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র" ইত্যাদি স্লোগান।

নরসিংদী থেকে আগত এক অংশগ্রহণকারী জানান, “আমি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসিনি। আমি এসেছি একজন মুসলমান হিসেবে, ফিলিস্তিনের নির্যাতিত ভাই-বোনদের পাশে দাঁড়াতে।” একইভাবে যাত্রাবাড়ি থেকে আগত একজন বলেন, “আমরা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের সঙ্গে আছি। প্রয়োজনে জীবন দেব, তবুও ন্যায়ের পক্ষে থাকব।”

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও ফিলিস্তিনের ইতিহাস-নির্যাতন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বাসযোগে মানুষ এসেছেন কর্মসূচিতে অংশ নিতে। নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আগতদের ভাষ্য-“এই কর্মসূচি কোনো রাজনৈতিক শক্তির নয়, এটি একটি মানবিক দায়িত্ব।”

আয়োজকরা জানান, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬১ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই নির্মমতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=RyiP_doppy0

 

মেহেদী হাসান

×