ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই: আজহারির স্লোগান

প্রকাশিত: ১৫:৫৯, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০০, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই: আজহারির স্লোগান

ছবিঃ সংগৃহীত

“ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই” — এই স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির কণ্ঠে ফিলিস্তিনের প্রতি ভালোবাসার এই স্লোগান ছড়িয়ে পড়ে জনতার মাঝে।

আজহারির স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠে উত্তাল। তিনি বলেন, “ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুদুস, আল কুদুস, জিন্দাবাদ জিন্দাবাদ।” বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আসসালামু আলাইকুম, আমাকে শান্ত করার জন্য বলা হয়েছে, আপনারা কী শান্ত হবেন, না অশান্ত হয়ে যাবেন? মার্চ করতে গিয়ে লাথি গুঁতা সব খেয়েছি, তারপরও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে গণ জমায়েতে জনতার মহা সমুদ্রে উপস্থিত হয়ে বুঝতে পেরেছি, আজকের এই মহাসমুদ্র, গণসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই গণসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।” 

তথ্যসূত্রঃ https://youtu.be/NSt-J9q9ikg?si=8dQJJpXuijixxmKV

মারিয়া

আরো পড়ুন  

×