
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলু মোল্লা(৪৬) হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দুই ঘন্টা ব্যাপী অবরোধ করা হয়। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
শনিবার(১২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বোয়ালমারীর ওয়াপদা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে নিহতের পরিবারের সদস্য ও এলাকার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বোয়ালমারী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে ১২ টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
মানববন্ধনে অংশ নেয়া নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ বেলা ১১ টার দিকে বাড়ির সামনেই প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে দুলু মোল্লাকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে হয় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল মারা যান তিনি।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ অদ্যবদি হামলাকারীদের গ্রেপ্তার না করায় এর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদিসহ নিহতের পরিবারের সদস্যরা। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবী করেছে।
এন কে বি নয়ন/মেহেদী হাসান