ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাসচালক মুসা নিহত

নিজস্ব সংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ১৫:২০, ১২ এপ্রিল ২০২৫

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাসচালক মুসা নিহত

ছবি: সংগৃহীত

নড়াইলে মোশাররফ মুন্সী মুসা (৪৫) নামে এক বাস চালকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোশাররফ মুন্সী মুসা নড়াইল সদর উপজেলার দলজিৎপুর শামসুর রহমান মুন্সীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে মুসা টার্মিনালের একটি কক্ষে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে অন্য শ্রমিকরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি নড়াইল ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহি বাস নড়াইল এক্সপ্রেস পরিবহনের গাড়ী চালাতেন।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাজেদুল ইসলাম বলেন, নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকায় এক বাস চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। 

 

রিফাত-বিন-ত্বহা/মেহেদী হাসান

×