
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি যুবক ওয়াসিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান জানান, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যান। ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম, যাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ওয়াসিমের মরদেহ ইছামতী নদীতে ফেলে দেওয়া হয়, যা ১১ এপ্রিল ভেসে ওঠে। তবে নদীর ভারতীয় অংশে ভাসমান থাকায় মরদেহটি এখনও পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম জানান, বিএসএফকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তবে মরদেহটি বাংলাদেশি না ভারতীয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, কোনো পরিবার তাদের সদস্য নিখোঁজ হওয়ার বিষয়েও জানায়নি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। সীমান্ত সংক্রান্ত বিষয় হওয়ায় বিজিবি এই বিষয়ে কাজ করছে।
উল্লেখ্য, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় বিএসএফের পাশাপাশি ভারতীয় গ্রামবাসীরাও জড়িত থাকে। বিজিবির তথ্যমতে, ২০১০ থেকে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৪৬৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে ৭৭% হত্যার জন্য বিএসএফ এবং ২৩% ভারতীয় গ্রামবাসী দায়ী।
সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বন্ধে দুই দেশের সরকারের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা পুনরায় উঠে এসেছে।
শিহাব