ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৮ বস্তা টাকা, চলছে গণনার কাজ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৩:৪২, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০৬, ১৫ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৮ বস্তা টাকা, চলছে গণনার কাজ

ছ‌বি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়া সোনা-রূপাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

আজ (১২ এপ্রিল) শনিবার সকাল ৭টার দিকে ১০টি দান বাক্স ও একটি অতিরিক্ত ট্রাংকে উল্লেখিত টাকা-পয়সা সোনা-রূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর দান বাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ২৯ বস্তা টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সেই সময় ২৯ বস্তা থেকে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লক্ষ ৩৪ হাজার ৩০৪ টাকা।

সকালে পাগলা মসজিদ পরিচালনা সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তাক, মসজিদ কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়াসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ দান বাক্সগুলো খোলা হয়।

প্রথমে টাকার বস্তাগুলোকে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। পরে মসজিদের মেঝেতে ঢেলে সেই টাকাগুলোর গণনা কাজ শুরু করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ কাজে পাগলা মসজিদ হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী, জামিয়া ইমদাদিয়ার বিপুলসংখ্যক ছাত্র ও কিশোরগঞ্জ রূপালী ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারীরা টাকা গণনার কাজ করছেন। ধারণা করা হচ্ছে, এবারও দিনভর গণনা শেষে বেশ কয়েক কোটি টাকা পাওয়া যাবে। 

এদিকে টাকা গণনার এলাহী কাণ্ড দেখতে শহরের গণমান্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ মসজিদ এলাকায় ভিড় করেন।

আবীর

×