
ছবি: সংগৃহীত
ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাসের চাপায় তাসিন উদ্দিন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন ফুলগাজী সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। তিনি ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহসিন সকালে প্রাইভেট শেষ করে মামার বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে কলাবাগান এলাকায় পৌঁছালে পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করা হচ্ছে।
আবীর