
ছবি: সংগৃহীত
ফিলিস্তিন মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড, যাকে ইসলামে বিজয়ের ভূমি হিসেবে বিবেচনা করা হয়। অথচ আজ সেখানে চলছে নির্মম গণহত্যা। গাজার আকাশ-বাতাস প্রতিদিনই কাঁপছে মৃত্যু আর ধ্বংসের খবর নিয়ে। বিশ্বব্যাপী এই বর্বরতা দেখেও যেন কেউ কাঁদে না—বিশেষ করে আরব বিশ্ব দাঁড়িয়ে আছে চুপচাপ।
এই প্রেক্ষাপটে আজ, ১২ এপ্রিল, ঢাকায় পালিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’। আয়োজক সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত।
সমাবেশে এক সাধারণ মুসলিম বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে জানান:
"আমার ছেলেকে, আমাকে ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন ভাই। আমি আমার পাসপোর্ট সঙ্গে করে নিয়ে এসেছি। আমার শরীরে আর মানতাছে না ভাই, আগুন লাগছে। যেভাবে ফিলিস্তিনে ছেলেরা মৃত্যুবরণ করছে, আমি আর আমার ছেলে সহ্য করতে পারছি না। আমি একজন সাধারণ মানুষ, একজন গরিব মুসল্লি হিসেবে বলতেছি—যেখানে আমার রাসূল ছিলেন, যেখানে আল্লাহর রাসূল আল আকসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন—সেই রাসূলের ভালোবাসায় আমি আমার ছেলেকে আর নিজেকে কোরবানি দিতে চাই ভাই।”
এই একান্ত আবেগঘন আহ্বান যেন গোটা মুসলিম উম্মাহকে নাড়া দেওয়ার মতো। ফিলিস্তিনের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা আর আত্মত্যাগের অঙ্গীকারই আজ বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’-কে রূপ দিয়েছে এক ঐতিহাসিক মুহূর্তে।
সূত্র: https://www.youtube.com/watch?v=IcJdfF2ppF8
আবীর