
ছবি: সংগৃহীত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়ে ডা. তাসনিম জারা উদ্ভাবনের গুরুত্ব এবং কর্মসংস্থানের সৃষ্টির সুযোগ হিসেবে বাংলাদেশে স্টার্টআপগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ যুগ্ম আহ্বায়ক একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন এবং বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের এমন বিনিয়োগ প্রয়োজন যা শুধু এসে চলে যায় না, বরং থাকে, বিস্তার লাভ করে এবং প্রসারিত হয়’
বাংলাদেশে এমন স্টার্টআপ দরকার যারা বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের উদ্ভাবকদের হাতে। আমরা স্টার্টআপগুলোকে কর্মসংস্থানের সুযোগ এবং জাতীয় প্রতিযোগিতার চালিকা শক্তি হিসেবে দেখি। প্রতিটি উদ্যোক্তা যাকে আমরা সহায়তা করি, সে সম্ভাব্যভাবে দশজন, একশজন, এমনকি হাজার হাজার মানুষের নিয়োগদাতা হতে পারে।’
বাংলাদেশে এখন কী ধরনের বিনিয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন, এমন প্রশ্নে এনসিপির এ যুগ্ম আহ্বায়ক বলেন, “আমরা বিনিয়োগকে স্বাগত জানাই, তবে আমার মতে আমাদের সঠিক বিনিয়োগে মনোযোগ দেওয়া উচিত। এমন ‘স্মার্ট ক্যাপিটাল’ দরকার যা কারখানা তৈরি করে, রপ্তানিকে শক্তিশালী করে, ডিজিটাল অবকাঠামো নির্মাণ করে এবং আমাদের সাপ্লাই চেইনকে শক্তিশালী করে।”
এছাড়া, এনসিপির অঙ্গীকারের কথা উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, ‘শুধু অল্প কিছু মানুষের জন্য নয়, বরং আমরা অনেকের জন্য সুযোগ সৃষ্টি করব।’
সূত্র: https://www.facebook.com/share/v/1BpFe3tXbv/
রাকিব