
ছবি: সংগৃহীত
৯৮ জন বাংলাদেশী ও ৪৬ নারীসহ ২৮৮ অবৈধ অভিবাসী আটক করেছে মালয়েশিয়া। আটকৃতদের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, সুদান ও শ্রীলঙ্কার নাগরিক।
অভিবাসন আইন ১৯৫৯ এর ৬৩ ধারার অধীনে অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিযানে অংশ নেয় ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও সিভিল ডিফেন্স ফোর্সও।
আটকৃতদের কারো কাছেই দেশটিতে থাকার বৈধ কাগজপত্র নেই বলে জানায় সংস্থাটির উপপরিচালক। নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে অবৈধ অভিবাসীদের কাজে না রাখার পরামর্শ দেন তিনি। আটক অভিবাসীদের বেশিরভাগই খাবারের দোকানে ও কারখানায় কাজ করতো। তাদের বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে।
সূত্র: https://www.youtube.com/watch?v=ykq342IhATU
আবীর