ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

জানা গেল ১০-১১ জুলাইয়ের রাতে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার গোপন মিটিংয়ের কারণ

প্রকাশিত: ১২:১৫, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৪, ১২ এপ্রিল ২০২৫

জানা গেল ১০-১১ জুলাইয়ের রাতে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার গোপন মিটিংয়ের কারণ

গেল বছর জুলাই-আগস্ট আন্দোলনের শুরুর দিকে ১০ থেকে ১১ জুলাইয়ের এক রাতে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের সঙ্গে গোপন সমঝোতার অনুমতি দিয়েছিলেন পতিত শেখ হাসিনা। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বও দিয়েছিলেন তিনি।

দমন-পীড়নের কারণে তাতে তেমন সাড়া না পেয়ে এর কয়েকদিন পর তৎকালীন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকেও আলোচনার দায়িত্ব দেন। সেটি অবশ্য ছিলো প্রকাশ্য। এরপরও শেষ রক্ষা হয়নি। ধারাবাহিকভাবে নৃশংসতা চালানোয় ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ছাত্রদের প্রস্তাব গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঘটনাপ্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বরাতে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট লাখো বিক্ষোভকারী কেন্দ্রীয় ঢাকার দিকে এগিয়ে যান। বিভিন্ন স্থানে পুলিশ ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। তবে সেনাবাহিনী ও বিজিবি বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে এবং বিক্ষোভকারীদের অগ্রসর হতে দেয়।

এর মধ্যে দুপুর ২টার দিকে সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে তিনি বোন রেহানাকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করেন।

ফুয়াদ

×