ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ১১:৫১, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০৫, ১৬ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ছ‌বি: সংগৃহীত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বটতৈল এলাকায় একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত মিজানুর রহমানকে (২৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, "শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে চেপে তিনজন নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কুষ্টিয়া কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। এসময় তারা বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়ন ইসলাম ও রনি ইসলাম নিহত হন। 
তারা দুর্বাচারা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

আবীর

আরো পড়ুন  

×