ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা

‘আমাদের এমন স্টার্টআপ দরকার যারা বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে পারে’

প্রকাশিত: ১১:৩০, ১২ এপ্রিল ২০২৫

‘আমাদের এমন স্টার্টআপ দরকার যারা বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে পারে’

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন এবং বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়ে ডা. তাসনিম জারা উদ্ভাবনের গুরুত্ব এবং কর্মসংস্থানের সৃষ্টির সুযোগ হিসেবে স্টার্টআপগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে স্টার্টআপ ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের এমন স্টার্টআপ দরকার যারা বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের উদ্ভাবকদের হাতে। আমরা স্টার্টআপগুলোকে কর্মসংস্থানের সুযোগ এবং জাতীয় প্রতিযোগিতার চালিকা শক্তি হিসেবে দেখি। প্রতিটি উদ্যোক্তা যাকে আমরা সহায়তা করি, সে সম্ভাব্যভাবে দশজন, একশজন, এমনকি হাজার হাজার মানুষের নিয়োগদাতা হতে পারে। সুতরাং যখন আমরা তাদের সহায়তা করি, আমরা শুধু কোম্পানি তৈরি করছি না, বরং ক্যারিয়ার গড়ে তুলছি—যা তরুণ প্রজন্ম এবং তাদের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এনসিপির এই যুগ্ম আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি এমন ইকোসিস্টেম তৈরি করা, যেখানে ব্যবসা শুরু করা আরও দ্রুত, সহজ এবং সাশ্রয়ী হবে। এর জন্য আমাদের প্রয়োজন নিয়ন্ত্রণ প্রক্রিয়া, প্রাথমিক পর্যায়ে পুঁজি পাওয়ার সহজ ব্যবস্থা এবং এমন এক ট্যাক্স ও নিয়ন্ত্রণ কাঠামো, যা উদ্যোক্তা এবং বিনিয়োগকারী—উভয়কে সুরক্ষা দেয়।’

বাংলাদেশে এখন কী ধরনের বিনিয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন, এমন প্রশ্নে ডা. তাসনিম জারা বলেন, “আমরা বিনিয়োগকে স্বাগত জানাই, তবে আমার মতে আমাদের সঠিক বিনিয়োগে মনোযোগ দেওয়া উচিত। এমন ‘স্মার্ট ক্যাপিটাল’ দরকার যা কারখানা তৈরি করে, রপ্তানিকে শক্তিশালী করে, ডিজিটাল অবকাঠামো নির্মাণ করে এবং আমাদের সাপ্লাই চেইনকে শক্তিশালী করে। অর্থাৎ এমন বিনিয়োগ, যা শুধু এসে চলে যায় না, বরং থাকে, বিস্তার লাভ করে এবং প্রসারিত হয়।”

তিনি জানান, এনসিপি (NCP) থেকে কয়েকটি মূল খাতে মনোযোগ দেওয়া হচ্ছে। যেমন- ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াকরণ, উৎপাদন খাত এবং নবায়নযোগ্য জ্বালানি। ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা মনে করি, এসব খাতে বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক সুবিধা পায়। এনসিপি থেকে আমরা অঙ্গীকার করছি—শুধু অল্প কিছু মানুষের জন্য নয়, বরং অনেকের জন্য সুযোগ সৃষ্টি করব।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/1BpFe3tXbv/

রাকিব

আরো পড়ুন  

×