ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকারবিরোধী প্রচারণার জন্য লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৩ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১০:৩৭, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪০, ১২ এপ্রিল ২০২৫

সরকারবিরোধী প্রচারণার জন্য লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৩ নেতাকর্মী আটক

ছ‌বি: সংগৃহীত

লালমনিরহাটে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম (বাসিন্দা: খুটামারা), সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন এবং ছাত্রলীগের সাবেক সদস্য রনি ইসলাম (উভয়েই জুম্মাপাড়া এলাকার বাসিন্দা)।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, “আটককৃতরা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণা চালিয়ে আসছিলেন। তাদের মধ্যে এরশাদুল করিম আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।”

আবীর

আরো পড়ুন  

×