ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

প্রকাশিত: ১০:০৬, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৮, ১২ এপ্রিল ২০২৫

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

ছ‌বি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উপলক্ষে তৈরি করা 'ফ্যাসিবাদের মুখাকৃতি' ও 'শান্তির পায়রা' মোটিফে আগুন লেগে পুরোপুরি ক্ষতি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, শনিবার ভোর ৪টা ৪৫ থেকে ৫টার মধ্যে আগুন লাগে, যখন নিরাপত্তার দায়িত্বে থাকা টিমটি ফজরের নামাজে ছিলেন। আগুনে ফ্যাসিবাদবিরোধী মূল মোটিফটি পুরোপুরি এবং 'শান্তির পায়রা' আংশিকভাবে পুড়ে গেছে।

এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’, যার মূল প্রতীক ছিল ২০ ফুট উঁচু এক ভয়াল মুখাবয়ব, যা অনেকের মতে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে। আগুন লাগার কারণ তদন্তাধীন।

আবীর

আরো পড়ুন  

×