
ছবি: সংগৃহীত
একজন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক, যিনি বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক উন্নয়নের পথ বাতলে দেন, বছরের পর বছর নিজ দেশে ছিলেন এক ফ্যাসিস্ট সরকারের রোষানলে। শেখ হাসিনার শাসনামলে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একের পর এক হয়রানিমূলক মামলা—কখনো এই আদালত, তো কখনো আরেক আদালতে বারবার ঘুরেছেন তিনি। এমনকি কখনো কখনো লিফট বন্ধ রাখা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, শুধুই শয়তানি প্রতিহিংসা থেকে।
তবে ইতিহাস চুপচাপ থাকেনি। ছাত্রজনতার অভ্যুত্থানে পাল্টে যায় দৃশ্যপট। স্বৈরতন্ত্রের রানী আশ্রয় নেন বন্ধু মোদির ভারতে। ফ্যাসিস্ট সরকারের পতনে বাংলাদেশ পায় মুক্তির স্বাদ। আর ছাত্রজনতার অনুরোধে ড. ইউনূস কাঁধে তুলে নেন দেশ পরিচালনার দায়িত্ব।
ষড়যন্ত্র, অপপ্রচার আর শত শত দাবির মিছিলের ভেতরেও দৃঢ় ছিলেন তিনি। শান্ত মনে, ধৈর্যের সঙ্গে সামলেছেন প্রতিটি সংকট। কখনো নির্বাচনের চাপ, কখনো কাঠামোগত সংস্কারের দাবি—সব কিছুই সামাল দিয়েছেন পরিপক্ব নেতৃত্বে।
এমন সময় হঠাৎই ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি চাপিয়ে দেওয়ার ঘোষণা। অনেকেই ভেবেছিল, এবার বুঝি থামানো যাবে ইউনূসকে। একদল হায়েনা দাঁত চেপে হাসছিল। কিন্তু সেই হাসিও মুছে যায় ইউনূসের এক চিঠিতে। তিনি এমনভাবে যুক্তি উপস্থাপন করেন যে, চীন ছাড়া বাকি সব দেশের ওপর জারিকৃত নতুন শুল্ক নীতিই স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র।
এই মাস্টারস্ট্রোক দেখিয়ে দেন, শান্তিতে নোবেল পাওয়া এই মানুষটি বিশ্ব কূটনীতিতেও অসাধারণ দক্ষ। এর পরপরই আরও এক কূটনৈতিক সফলতার চিত্র উঠে আসে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্টেমিস চুক্তি স্বাক্ষরিত হয়—যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাগত জানায় এবং জানিয়ে দেয়, ‘বাংলাদেশ, পাশে আছি সবসময়’।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ যুক্ত হলো মহাকাশ গবেষণায় শান্তিপূর্ণ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটে। ২০২০ সালে গঠিত এই আর্টেমিস চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের সূচনা হলেও বর্তমানে ৫৪টি দেশ এতে যুক্ত হয়েছে। শুধু মহাকাশ নয়, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বেও এর বড় ভূমিকা রয়েছে। ফলে বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি কৌশলগত লাভ।
যারা ভেবেছিলেন, ভারতের চাপে ইউনূসকে কোণঠাসা করা হবে, তারা এখন নিশ্চুপ। ড. ইউনূস আবারও প্রমাণ করেছেন—তিনি শুধু অর্থনীতিতেই নন, রাজনীতি ও বিশ্ব কূটনীতিতেও একজন 'ম্যাজিকম্যান'।
সূত্র: https://www.youtube.com/watch?v=CcXmAJsgu9g
আবীর