ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

২ হাজার কোটি টাকার ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান, রয়েছে হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনা!

প্রকাশিত: ০৮:১৪, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:১৬, ১২ এপ্রিল ২০২৫

২ হাজার কোটি টাকার ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান, রয়েছে হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনা!

ছবি: সংগৃহীত।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, নার্সিং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে ২.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। এর মধ্যে ঢাকায় প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ এই বৃহৎ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন।

তিনি জানান, স্বাস্থ্য খাতে ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল কমপ্লেক্স এবং বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে রয়েছে বিপুল চাহিদা।

ড. দাউদ বলেন, “আমাদের প্রকল্প শুধু চিকিৎসা সেবার উন্নয়নই নয়, বৈশ্বিক কর্মসংস্থানের দ্বারও খুলে দেবে। নার্সিং খাত হবে বাংলাদেশি নারীদের জন্য আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের বড় সুযোগ।”

যাতায়াতে সুবিধার জন্য রোগী পরিবহনে হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পে।

স্বাস্থ্যখাত ছাড়াও চট্টগ্রামে ৬০০ মিলিয়ন ডলারের একটি সার কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি, যা আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা হবে।

এই বিশাল বিনিয়োগকারী দলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান মিস্টার ফ্র্যাঙ্ক জাও, যিনি যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিলিয়নিয়ার উদ্যোক্তা। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ড. স্যাম বেটেটা, যিনি ফিটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গণিত বিভাগের প্রধান।

বাংলাদেশ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ড. দাউদ বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের প্রকল্পে পূর্ণ সহযোগিতা করছে। সরকারের সমর্থনেই এই বিনিয়োগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে।”

“এই প্রকল্প শুধু একটি বিনিয়োগ নয়, এটি আমার ১৫ বছরের স্বপ্নের বাস্তবায়ন,” বলেন ড. দাউদ। “আল্লাহর ইচ্ছায় আমরা বাংলাদেশের স্বাস্থ্য ও শিল্প খাতে এক নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে।”

২০২৬ সালের মধ্যে হাসপাতাল নির্মাণের পাশাপাশি প্রতিবছর ৫,০০০ প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলকে আঞ্চলিক শিল্প হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা।

এই যুগান্তকারী বিনিয়োগ বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×