
ছবি: সংগৃহীত
লেখক ও সমালোচক মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ আদনানকে ঘিরে চলমান সমালোচনার জবাবে তার পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ওই স্ট্যাটাসে তিনি লেখেন, "আমাদের মধ্যে আসিফ আদনানই সবচেয়ে সফিস্টিকেটেড। তার লেখার শব্দচয়ন সুচিন্তিত, বক্তব্যগুলো ওয়েল স্ক্রিপ্টেড। আমরা অনেক সময় আবেগপ্রবণ আচরণ করি, সেখানে আসিফ ভাই বরং সেই ইম্পালসিভনেসে বিরক্ত হন।"
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আদনানকে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করছে কিছু অজ্ঞাত বট অ্যাকাউন্ট। এই প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, “বটরা বলছে আসিফ আদনান তরুণ প্রজন্মকে উস্কানি দিচ্ছে, অথচ বাস্তবে তার কোন বক্তব্য বা লেখায় উস্কানিমূলক কিছু পাওয়া যায় না। বরং তিনি বরাবরই সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন।”
তিনি আরও যোগ করেন, “বটরা বলছে, আসিফ আদনান বাইরে থেকে ভালো কথা বলেন, কিন্তু ভেতরে তার অন্য উদ্দেশ্য। প্রশ্ন হলো—বটরা কি মানুষের মনের কথা জানে? তাদের এসব অভিযোগের আসলে কোনো সলিড গ্রাউন্ড নেই।”
মেহেদী হাসান মনে করেন, আসিফ আদনান যুক্তিভিত্তিক ও পরিপক্ক মতামত তুলে ধরেন বলেই কিছু মহল তার ভিন্নমতকে ভয় পায়। তিনি বলেন, “তারা জানে, যুক্তির মঞ্চে দাঁড়ালে তাদের অন্তঃসারশূন্যতা প্রকাশ হয়ে যাবে। তাই তারা গঠনমূলক সমালোচনার বদলে বেছে নিয়েছে স্মিয়ার ক্যাম্পেইন। কিন্তু এতে করে তারা নিজেরাই আসিফ আদনানের মতাদর্শকেই প্রচার করছে। এটা এক ধরনের কাউন্টার প্রডাক্টিভ একশন।”
তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, “থ্যাংকস বটস। কিপ ডুয়িং দ্যাট।”
এম.কে.