ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সেই প্রতিপক্ষটা কেডা, পলাতক আপা?

প্রকাশিত: ২৩:০৪, ১১ এপ্রিল ২০২৫

সেই প্রতিপক্ষটা কেডা, পলাতক আপা?

যেখানে শোভাযাত্রাটা হওয়া নিয়েই অনিশ্চয়তা ছিলো, সেখানে শোভাযাত্রা হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় আয়োজন করে হচ্ছে-এতে কি কারো মনে জ্বালা করতেছে, বলে মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।

আজ শুক্রবার (১১ এপ্রিল) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সায়ের এ মন্তব্য করেন।

সায়ের তার পোস্টে বলেন, শোভাযাত্রা কি ঈশ্বর প্রেরিত কোন বার্তা যার নাম পরিবর্তন করা যাইবেনা? এত কষ্ট এত ইগো কই রাখেন? যশোরে যেটা শুরু হইলো “বর্ষবরণ শোভাযাত্রা” নামে, ওইটারে ঢাকায় আইন্ন‍্যা বানাইলেন আনন্দ শোভাযাত্রা। তারপরে কিছু সাংস্কৃতিক মোড়ল ওইটারে বানাইলো মঙ্গল শোভাযাত্রা। তা ঐ চেন্জগুলা কেনো করছিলেন? এখন তাহলে চেন্জ হয়ে আগের নামে ফিরে যেতে পারবে না কেন? এইডা কি কেউ দিলের ভিত্রে খোদাই কইরা লিখা দিছে যে "নাম পরিবর্তন যোগ‍্য নহে" 'আমি তো বরং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষরে অনুরোধ করবো এটা শুধু “বর্ষবরণ শোভাযাত্রা” নাম করার জন‍্য। তাঁদের উচিত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বোঝানো একদম অরিজিনাল নামে ফেরত যাওয়ার জন‍্য।

কেউ আবার বলতেছে এই শোভাযাত্রার মাঝ‍্যমে নাকি ঘৃণার চাষ করা হবে, রাজনৈতিক প্রতিপক্ষকে ভিলিফাই করা হবে। তা সেই প্রতিপক্ষটা কেডা? পলাতক আপা?

শোনেন, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট এখন সমার্থক উল্লেখ করে তিনি আরো বলেন, তিনি এমন একটি কাল্ট প্রতিষ্ঠা করেছিলেন, যার সুরক্ষায় এহেন কোন অপকর্ম নাই যা করা হয় নাই। আর এসবই হয়েছে তার নির্দেশে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ কাল্ট গডেস হাসিনা ও তার শাসনকে ধ্বংস করেছে। হাসিনা তার কাল্ট পার্সোনালিটি ইন্টেনসিফাই করতে কালচারাল ফ্রন্টকে বর্ম হিসেবে ব্যবহার করেছে, কখনো অস্ত্র হিসেবেও।

বিজয়া দশমীর দিনে রাবণ বধ করেন রাম, যার স্মরণে হিন্দু ধর্মের অনুসারীরা এখনো প্রতিবছর এই দিন রাবণের মূর্তি গুঁড়িয়ে দেন।

সকল-ধর্মবর্ণের বাংলাদেশীরা সমন্বিতভাবে যে ফ্যাসিজমকে গুঁড়িয়ে দিয়েছে, তাঁরাও চাইলে ফ্যাসিজমের সেন্টার ফিগারকে এভাবে তুলে ধরতে পারেন।

যার ইশারায় হাজারো মানুষকে পেট চিরে, পেটে সিমেন্ট ঢুকিয়ে বুড়িগঙ্গায় ডুবিয়ে দিয়ে গুমের নাটক করা হয়েছে, দেশে বিচারবহির্ভূত হত‍্যাকান্ডের রীতিমতো উৎসব করা হয়েছে। বিপ্লবে যার নির্দেশনায় গুলিতে ঝাঁঝরা হয়েছে হাজারো বুক আর খুলি, তার জন্যে ঘৃণার পরিবর্তে ভালোবাসার বৃষ্টি ঝড়াতে হবে বুঝি?

ফুয়াদ

×