ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেশকে নিয়ে সমাজকে নিয়ে আপনার নিজের স্বপ্ন আপনার প্রেমিকার মতো: পিনাকী

প্রকাশিত: ২২:৪৪, ১১ এপ্রিল ২০২৫

দেশকে নিয়ে সমাজকে নিয়ে আপনার নিজের স্বপ্ন আপনার প্রেমিকার মতো: পিনাকী

ছবিঃ সংগৃহীত

নিজের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে পিনাকী ভট্টাচার্য সম্প্রতি একটি পোস্টে বলেছেন, "আমার এই বয়সের উপলব্ধি হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা আর সামর্থ্য একসাথে মিলে না। আমাদের দেশ নিয়ে বিশাল বিশাল আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেইটা বাস্তব করে তোলার মতো ক্ষমতা বা সামর্থ্য নেই। তাই আমি দেশ নিয়ে ভাবনা এরে-ওরে শেয়ার করি এবং তাদের দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করি।"

তিনি প্রশ্ন করেন, "আপনি নিজে কি অন্য কারো স্বপ্ন কল্পনাকে বাস্তব করে তোলার জন্য কাজ করবেন? নিশ্চয়ই করবেন না। তাহলে আপনি কীভাবে আশা করেন আপনার স্বপ্ন কল্পনাকে আরেকজন বাস্তব করে দেবে?" পিনাকী জানান, স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য শক্তি অর্জন করার প্রয়োজন।

এছাড়া তিনি তার জীবনের তিনটি মূল নীতি তুলে ধরেন: "যা আমি বদলাতে পারব না, সেইটাকে আমি মেনে নেই, যা বদলাতে পারব তা বদলানোর শক্তি আর সামর্থ্য কামনা করি, আর যা একার শক্তিতে পারবোনা, সেইটা বদলানোর জন্য সমমনাদের সাথে এলায়েন্স করার চেষ্টা করি।"

তিনি আরও বলেন, "দেশকে নিয়ে সমাজকে নিয়ে আপনার নিজের স্বপ্ন আপনার প্রেমিকার মতো। আপনার প্রেম ওইটা। একান্তভাবে নিজের কাছে রাখেন, আগলায়ে রাখেন। তারপরে ধরেন আপনি আবিষ্কার করলেন আপনার টেষ্ট টিউব বেবী নিতে হবে। তখন তো আপনি ডাক্তারের কাছে যাইতেই পারেন। কিন্তু যদি আপনি আপনার প্রেম ছাইড়া ডাক্তারের পিছে সারাক্ষণ দৌড়ান, তাহলে কিছু হইলো?"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1E65rTXwDY/

 

মারিয়া

×