
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগের মতো শাসনব্যবস্থা দেখতে চায় না এবং তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়।
রিপন অভিযোগ করেন, কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণ ভোট দিতে চায়, এর জন্য তারা অতীতে আন্দোলন ও আত্মত্যাগ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন লৌহজং থানা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফা এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।
রিপন আরও বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলনের বিকল্প নেই এবং বিএনপি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। তিনি সরকারের প্রতি জনগণের অনাস্থার কথাও তুলে ধরেন। বক্তারা বলেন, জনগণের রায় ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18vQwKxbFt/
মারিয়া