ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মুরগির দাম কমলেও ইলিশসহ মাছের বাজারে উত্তাপ

প্রকাশিত: ২১:৫৩, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৪, ১১ এপ্রিল ২০২৫

মুরগির দাম কমলেও ইলিশসহ মাছের বাজারে উত্তাপ

ঈদুল ফিতরের পর রাজধানীর বাজারে মুরগির দামে কিছুটা স্বস্তি দেখা গেলেও বাড়তি চাপ তৈরি হয়েছে মাছের দামে। বিশেষ করে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের বাজারে তৈরি হয়েছে তীব্র চাহিদা ও মূল্যবৃদ্ধি। সবজির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও চাল ও তেলের বাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে।

 

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

রমজান মাসজুড়ে বাড়তি দামে বিক্রি হওয়া সব ধরনের চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আড়তে চালের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়, ফলে নতুন চাল বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

 

এদিকে পহেলা বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারে উত্তাপ ছড়িয়েছে। মাছ ধরা নিষিদ্ধ থাকায় সরবরাহ কম, এই সুযোগে বিক্রেতারা বাড়তি দামে ইলিশ বিক্রি করছেন। বাজারে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়, আর ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ টাকা কেজি।

 

অন্যদিকে তেলের বাজারে এখনো সংকট কাটেনি। রমজান মাসজুড়ে যে সয়াবিন তেলের ঘাটতি ছিল, তা এখনও বিদ্যমান। এদিকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে নতুন করে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, লিটারপ্রতি ১৬ থেকে ১৮ টাকা বেশি দামে তেল কিনতে হচ্ছে, ফলে সাধারণ ক্রেতাদের কষ্ট বেড়েছে।

 

ঈদের পর সবজির বাজারে হঠাৎ দাম কিছুটা বেড়েছে। গ্রীষ্ম মৌসুম শুরুর কারণে চাহিদা বেড়ে যাওয়ায় শীতকালীন সবজির দাম তুলনামূলকভাবে বেশি, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার এখনও নিয়ন্ত্রিত রয়েছে।

 

কিছুটা স্বস্তির খবর হলো, ডিম এবং মুরগির দাম ঈদের পর কিছুটা কমেছে। মুরগির বাজারে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।

 

সব মিলিয়ে ঈদের পরের বাজারে কিছু পণ্যে স্বস্তি থাকলেও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র: https://youtu.be/IabJqaPoCyY?si=EtQXQI7cK1t55DdI 

রবিউল হাসান

×