ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কোন মাজারে গান বন্ধ করা যাবে না: ফরহাদ মজহার

প্রকাশিত: ২১:৪৯, ১১ এপ্রিল ২০২৫

কোন মাজারে গান বন্ধ করা যাবে না: ফরহাদ মজহার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, “মাজারে গান বন্ধ করে দেওয়া—এটা যেন কিছুতেই না হয়। এটা মাজারের অলংকার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য। আসলে কোনোভাবে মাজারে গান বন্ধ করা যাবে না।”

তিনি বলেন, “মাজার হচ্ছে পাবলিক স্পেস। মানে, এটা আপনাদের জায়গা—এটা একটা গণপরিষদ। এখানে আপনারা নামাজ পড়তে আসেন, মাজারে বেড়াতে আসেন, আবার মাজারে বসতে আসেন, গান শুনতে আসেন। এবং যে নিরাশ্রয়, যার কেউ নেই, সেও মাজারে আসে একটু খাদ্যের আশায়, কিছু আশ্রয়ের আশায়। আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন, যার আশ্রয় দরকার তাকে তাড়িয়ে দিচ্ছেন, যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না। রাষ্ট্র সব পারবে না। রাষ্ট্রের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবং একটু আগে শুনেছি গান বন্ধ করে দেওয়ার কথা—এটা আসলে ঠিক না।”

তিনি আরও বলেন, “মাজারে যে গান হয়, যে সংস্কৃতি চর্চা হয়, তার একটাই ভাষা—তা হলো মানুষ। মানুষের চেয়ে সত্য কিছু নেই। মাজার এটাই করে।”

ফরহাদ মজহার বলেন, “আমি অবিলম্বে সরকারের কাছে নিবেদন করব, যেন মাজারে গান বন্ধ না করা হয়। এটা যেন কিছুতেই না হয়। শুধু এখানে না, কোনো মাজারেই গান বন্ধ করে দেওয়া যাবে না। এটা মাজারের অলংকার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য—এটা বন্ধ করা যাবে না।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1183353742907955&rdid=4y6JGbl9ODYxciFd

ইমরান

×