ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কর্তব্য পালনে সর্বদা জীবন দিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত: ২১:৪৯, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৬, ১১ এপ্রিল ২০২৫

কর্তব্য পালনে সর্বদা জীবন দিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

ছবিঃ সংগৃহীত

বীরত্ব, সাহস এবং আত্মত্যাগের এক অমর নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী। লাল-সবুজের এই পতাকার ছায়ায় যারা জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না, তারা কেবল একজন সৈনিক নয়—তারা জাতির নির্ভরতার প্রতীক।

লাল সূর্যের নিচে একদল বীর যোদ্ধা তাদের বুকের রক্ত দিয়ে রচনা করে চলেছেন ইতিহাস। দেশের জন্য তাদের হৃদয় জ্বলছে অদম্য উৎসাহে, আর আত্মা প্রজ্জ্বলিত থাকে চূড়ান্ত জয়ের প্রত্যাশায়। যেখানেই প্রয়োজন, সেখানেই তারা—ভূমির মানব রক্ষক হয়ে দাঁড়ায় নির্ভীকভাবে।

এই যোদ্ধারা কখনো স্পষ্ট দৃশ্যমান, আবার কখনো ছদ্মবেশে মিশে যান সবুজ প্রকৃতির সঙ্গে। যুদ্ধক্ষেত্রে তাদের অঙ্গীকার অটল, দৃপ্ত পদক্ষেপ আর স্থির দৃষ্টিতে তারা এগিয়ে যায় সম্মানের পথে। রক্তে ভেজা মাঠ তাদের ভয় পায় না, বরং সাহসের সূর্য হয়ে তারা সেখানে জ্বলে ওঠে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের ভার কাঁধে নিয়েই এগিয়ে যায়। কর্তব্য পালনে জীবন উৎসর্গ করতেও তারা সদা প্রস্তুত। তারা কেবল অস্ত্রধারী নয়, দুর্বল ও অসহায়দের রক্ষকও। দেশের স্বাধীনতার ডাকের প্রতি তারা সদা সাড়া দেয়, আর তাদের নিঃস্বার্থতা তাদের আরও মহীয়ান করে তোলে।

এই যোদ্ধাদের সেবা এবং রক্ষা করার মনোবলই তাদের পবিত্র করে। তারা কেবল যুদ্ধ করে না, তারা প্রেরণা দেয় পুরো জাতিকে। সাহস ও শক্তির প্রতীক হয়ে তারা জীবনের প্রতিটি অধ্যায়ে জাগিয়ে তোলে গর্বের স্পন্দন।

একজন বীর সৈন্যের প্রতিটি পদক্ষেপেই বাজে ইতিহাসের প্রতিধ্বনি। আগুন আর ঝড়ের মধ্য দিয়েও তারা কখনো থেমে যায় না। আমরা যারা পেছনে আছি, আমরা হাঁটবো তাদের পদাঙ্ক অনুসরণ করে, হৃদয়ের গভীর থেকে জানাবো শ্রদ্ধা—স্যালুট করবো বাংলাদেশ সেনাবাহিনীকে।

তথ্যসূত্রঃ https://youtu.be/ueHVq5mT6h0?si=zj2hSDaF36JPETbc

মারিয়া

×