
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। তবে দলটি চায় না যে, একটি দেশ দীর্ঘদিন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া পরিচালিত হোক। কিন্তু যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নেয়, তাহলে আমাদের দ্বিধা হয়।
আজ ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় হিজলী মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠিত হবে, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যত দ্রুত সম্ভব আমরা সেটি চাই। সরকার যদি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন বলে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নেয়, তাহলে আমাদের দ্বিধা হয়।"
দেশে সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গ টেনে আব্দুল আউয়াল মিন্টু বলেন, "দেশে যদি রাজনৈতিক সরকার না থাকে, যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে, তাহলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ প্রয়োজন, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু বিনিয়োগকারীরা এসে শুধু ঘুরে গেলে হবে না। আমাদের জীবনমানের উন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।"
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মানুষ যাতে বিএনপির ওপর বিরক্ত না হয়, সেজন্য এমন কোনো কাজ করা যাবে না। আর কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবে।"
তিনি আরও বলেন, "আমরা গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক পরিবর্তন চাই। এজন্য সবাইকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে।"
ফারুক