
ছবি: সংগৃহীত
পরিবর্তিত বাস্তবতায় ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো কীভাবে পুনর্গঠন করা যাবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা সম্ভব—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই ৩১ দফা রূপরেখা তৈরি করেছে বিএনপি। এই রূপরেখার মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের হারানো মালিকানা, অধিকার, সাম্য, মর্যাদা ও সুবিচার ফিরিয়ে দেওয়া।
এ কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক কাঠামো গঠনের লক্ষ্যেই এই ৩১ দফা।"
ড. আমিন আরও বলেন, "বর্তমান রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রায় অনুপস্থিত। এই বাস্তবতায় একটি সামগ্রিক রূপরেখা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।"
আসিফ