ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মঞ্চে সকল নেতাই গলাবাজি বক্তৃতা দেন, তাদের শেল্টারেই আবার চাঁদাবাজি, দখলদারি চলে : নুর

প্রকাশিত: ২০:৩৫, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৬, ১১ এপ্রিল ২০২৫

মঞ্চে সকল নেতাই গলাবাজি বক্তৃতা দেন, তাদের শেল্টারেই আবার চাঁদাবাজি, দখলদারি চলে : নুর

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, "আমরা যে সময়টা পাচ্ছি, সেটা আমাদের রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। এমপি হলে তো অনেক কিছু করতে হবে, কিন্তু এমপি না হয়েও আমরা কী করছি আর কী বলছি—সেটাও মানুষের দেখা দরকার।"

তিনি বলেন, "মঞ্চে উঠে সকল নেতাই গলাবাজি বক্তৃতা দেন—মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল ধরনের অপকর্ম নির্মূল করতে চাই। কিন্তু বাস্তবে দেখা যায়, সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারেই সমাজে চাঁদাবাজি, দখলদারি ও এই দুর্বৃত্তায়ন চলতে থাকে।"

নুরুল হক নুর আরও বলেন, "এখন জনগণকে হিসাব দিতে হবে। আপনাদের সামনে, মাইকের সামনে যে সমস্ত নেতারা গলাবাজিমূলক বক্তৃতা দিচ্ছেন, তাদের চরিত্র কী—তা খতিয়ে দেখা জরুরি। আগের রাজনৈতিক পরিস্থিতি আর নেই, পরিস্থিতি পাল্টেছে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18ig9tJnkP/

মারিয়া

×