ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার-৩

নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ২০:২৫, ১১ এপ্রিল ২০২৫

নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার-৩

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে উত্তম হালদার (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ১৫ দিন পর তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার গোবিন্দপুর বান্দুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দপুর এলাকার মৃত শেখ পান্নুর ছেলে শেখ পনির (২৬) একই এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৫) এবং উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর এলাকার হাশেম ভূইয়ার ছেলে মোঃ রবিন ভূইয়া (৩০)।

পুলিশ পরিবার সূত্রে জানা যায়, এ বছরের গত ১৭ ফেব্রুয়ারী উত্তম হালদার নিখোঁজ হন। পরে স্বজনরা তার খোঁজ না পেয়ে মঙ্গলবার (২৬ মার্চ) নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গোবিন্দপুর ভূতের বাড়ির জঙ্গল থেকে পচা দুর্গন্ধ পেলে স্থানীয়দের জানায়। সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।উত্তমের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ও তাঁরা লাশ শনাক্ত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনায় (২৯ মার্চ) নিহতের ভাই অসীম হালদার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে নবাবগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী তিজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ রাজিবুল হাসান।

বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, ‘ আজ শুক্রবার দুপুরে তিন আসামীর প্রত্যেককে দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছেযারা উত্তমকে হত্যা করেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারীর সদস্য। তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামীরা রিমান্ডে আসলে সঠিক তথ্য জানা যাবে।’

সুজন খান / আরশি

×