ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গোলাম মোহাম্মদ কাদের

ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক

প্রকাশিত: ১৯:০৫, ১১ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকারের উচিত ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক। আমরা ফিলিস্তিনীদের স্বার্থের সকল কর্মকান্ডে সক্রিয় থাকবো।  আমরা ফিলিস্তিনীদের মুক্তি চাই। আমরা চাই, ফিলিস্তিনীরা যেনো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে। আগামী বরিবার সারাদেশে জাতীয় পার্টি ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেব। সেই কর্মসূচি সফল করতে সবার প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

আজ বিকেল ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে ফিলিস্তিনী জনগণের প্রতি সমর্থন ও ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। 

এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ফিলিস্তিনে বর্বর ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের ভাইবোনদের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। আমরা তাদের পাশে আছি, সব সময় তাদের পাশে থাকবো। ফুটফুটে শিশুদের র্টার্গেট করে হত্যা করা হচ্ছে। বিশ্ব বিবেক কী করে মেনে নিতে পারে ? আমরা কি মানুষ ? আমাদের মনুষত্ব কি শেষ হয়ে গেছে ? ফিলিস্তিনীদের সকল ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে।

উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু , প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, মনিরুল ইসলাম মিলন, আরিফুর রহমান খান,  ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল আজহার শামীম, প্রফেসর ডঃ গোলাম মোস্তফা , অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী রুম্মন প্রমুখ।

ফারুক

×