ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৭:১১, ১১ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী এক শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দী মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরিচয়, লামিয়া আক্তার (২২), আব্দুল্লাহ () স্বপ্না আক্তার (৩৫)

ঘটনার অনুসন্ধানে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ পিবিআই তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যায়। ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেনস্থানীয়রা ডোবার পাশে একটি খন্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে মরদেহগুলোর খন্ডিত অংশ পায়।’

তিনি আরও বলেন, ‘বস্তায় দুই নারী এক শিশুর খন্ডিত মাথা পাওয়া গেছে। এছাড়া মরদেহগুলোর হাত-পা দেহের অন্যান্য অংশও খন্ডিত অবস্থায় বস্তাবন্দী করা ছিল।’

মোঃ খলিলুর রহমান / আরশি

×