ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

১২ এপ্রিল বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে জানালেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১৭:০৭, ১১ এপ্রিল ২০২৫

১২ এপ্রিল বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে জানালেন হাসনাত আবদুল্লাহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায়  ইতোমধ্যে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামি দল। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বায়তুল মোকাররম এলাকায় তারা বিক্ষোভ করে।

বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা। হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল তাঁদের হাতে।

এবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল্যের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ এক ভিডিও বার্তায় জানান, আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক। গাজা জুড়ে গেল ১৩ বছরের বেশি সময় ধরে যে ইসরায়েলি গণহত্যা চলছে আমরা সেটির প্রতিবাদে আগামী ১২ ই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি। 

আমি নিজেও অংশগ্রহণ করব এবং আপনাদেরও আহ্বান জানাচ্ছি, অংশগ্রহণ করার জন্য। 

ফুয়াদ

×