
ছবি: সংগৃহীত
নববর্ষের আনন্দ শোভাযাত্রায় নতুন নাম নয়, বরং কার্যক্রমের সূচনার সময়কার ঐতিহ্যবাহী নামেই ফিরে যাচ্ছে আয়োজকরা—এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নাম পরিবর্তন করছি না। বরং আমাদের পুরনো নাম ও ঐতিহ্যে ফিরছি।”
তিনি জানান, এবারের শোভাযাত্রার ভিজ্যুয়াল উপস্থাপনা হবে সবচেয়ে দৃষ্টিনন্দন, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি একটি ব্যাপক আয়োজনে রূপ নিচ্ছে।
প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন, “এবারের মূল বার্তা দুটি—একদিকে নিপীড়নমূলক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান।”
শোভাযাত্রায় ব্যবহার হবে বাঘ, ইলিশ, শান্তির পায়রা, তরমুজের ফালি প্রভৃতি মোটিফ, যা একদিকে জাতীয় ঐক্যের প্রতীক, অন্যদিকে বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি।
সূত্র: https://www.youtube.com/watch?v=i5ESSc7QJis
আবীর