ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাবার মাজার ঘিরে ভন্ডামি আর নেশার আসর

প্রকাশিত: ১৬:৪২, ১১ এপ্রিল ২০২৫

বাবার মাজার ঘিরে ভন্ডামি আর নেশার আসর

ছবি: সংগৃহীত

থাকতেন উলঙ্গ, তাই নাম হয়েছে ল্যাংটা বাবা। তার নামে আছে একাধিক মাজার। মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভন্ডামি আর নেশার আসর। নানা অপকৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব অপকর্মের মূল হোতা মাজারের খাদেম নিজেই।

কেউ গাঁজার কল্কি ফুকতে ব্যস্ত কেউ বিক্রি করছেন দেদারসে। এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের। কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে। সেই কবর ঘিরে হয়েছে মাজার যা ল্যাংটার মাজার নামে পরিচিত। সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে। "বাদশাহ শাহ সোলাইমান ল্যাংটা অনেক ভালো," একজন বলেন। আরেকজন এখানে আসার কারণের ব্যাপারে বলেন, "ভালো লাগে তাই আসি।"

পাগলা নাচে দুলছে আসর। আবার কোথাও চলছে জিকির, মোনাজাত। কিছুক্ষণ পরপর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা। সেখানে ঘুরছেন নানা রঙের মানুষ যারা পাগল নামে পরিচিত। মেলার বিভিন্ন প্রান্তরে চলে গান আর যেমন খুশি তেমন নাচের আসর। নারী-পুরুষ একসাথে নাচেন বাদ্যের তালে তালে।

ল্যাংটা বাবার মাজারের মূল চত্বরে ভক্ত আশেকানরা ব্যস্ত নিজেদের সঁপে দিতে। মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই। আর বাবাকে খুশি রাখতে সেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা। ভন্ডামি আর প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে। আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া। আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতে। নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলাভাবেই।

মাজার বিশ্লেষক ও সাংবাদিক হামিদ কাফি বলেন, লাল মিয়ার বাড়ির এই কবর আসল কবর না। সঠিক মাজার কোথায় একমাত্র উনি আর আল্লাহই জানেন।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=EchxWaBngac

আবীর

×