ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ তে অংশগ্রহণকারীদের জন্য আজহারী যে নির্দেশনা দিলেন

প্রকাশিত: ১৫:৪৬, ১১ এপ্রিল ২০২৫

‘মার্চ ফর গাজা’ তে অংশগ্রহণকারীদের জন্য আজহারী যে নির্দেশনা দিলেন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ গণজমায়েতকে ঘিরে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে তিনি জানান, সকল শ্রেণি-পেশা, মত ও দলের মানুষের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এক মানবিক সমাবেশ। শান্তিপূর্ণ এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারীদের সহযোগিতাপূর্ণ মনোভাব, পরিচ্ছন্নতা বজায় রাখা, উত্তেজনা পরিহার, আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতা এবং সৃজনশীল প্ল্যাকার্ড ও কেবল বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।

তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন—“জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।” একইসাথে দুষ্কৃতিকারীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধও জানান আজহারী।

আবীর

×