ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানে কাঁপবে ঢাকা

প্রকাশিত: ১৫:৩৭, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫৭, ১১ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখে ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানে কাঁপবে ঢাকা

নববর্ষে ফিলিস্তিনিদের জন্য গান গাইবে দেশের ব্যান্ড শিল্পীরা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে করা এই আয়োজনে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বাম্বা) দুই শতাধিক ব্যান্ড মিউজিসিয়ানসহ অংশগ্রহণ করবে এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানটি গাইবে।

 

পহেলা বৈশাখকে ঘিরে ৩ দিনব্যাপী হওয়া এসব আয়োজনের প্রথমদিন চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামী রবিবার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে এই ব্যান্ড শো। অনুষ্ঠানেটিতে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো।

 

অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী সোমবার (১৪ এপ্রিল) ‘শোভাযাত্রা’ বের করা হবে। বিকেলে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো। পরেরদিন মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হবে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’।

 

সূত্র: চ্যানেল ২৪, চ্যানেল আই অনলাইন

রবিউল হাসান

×