ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রেস সচিবের বিশেষ গল্প, মিষ্টির সাথে টমের ৫ বছরের বিশেষ আলাপন এখন নেট দুনিয়ায় ভাইরাল

প্রকাশিত: ১৪:১৫, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:১৮, ১১ এপ্রিল ২০২৫

প্রেস সচিবের বিশেষ গল্প, মিষ্টির সাথে টমের ৫ বছরের বিশেষ আলাপন এখন নেট দুনিয়ায় ভাইরাল

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম আজ তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গল্প শেয়ার করেন। যেখানে শফিকুল আলম মিষ্টির সাথে টমের ৫ বছরের একটি আলাপনের বিশেষ গল্প শেয়ার করেন।

প্রেস সচিব শফিকুল আলম গল্পটি আজ শুক্রবার (১১ এপ্রিল) তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন। যা রীতিমত এখন ফেসবুকে ভাইরাল।

শফিকুল আলমের সেই বিশেষ গল্প হুবহ জনকণ্ঠের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

মিষ্টি: কেমন আছ জান!

টম: পাঁচ বছর।

মিষ্টি: চল একটু বেড়িয়ে আসি।

টম: পাঁচ বছর।

মিষ্টি: থাক বাদ দাও! বরং চল মুভি দেখি!

টম: পাঁচ বছর।

মিষ্টি: কি শুধু পাঁচ পাঁচ বছর করতেছ!

টম: পাঁচ বছর।

ফুয়াদ

×