ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি

নিজস্ব সংবাদদাতা,সাভার

প্রকাশিত: ১৪:১৫, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩৬, ১১ এপ্রিল ২০২৫

সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারে মহাসড়কে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা বারোটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে সাভার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে ছদ্মবেশে কয়েকজন ব্যক্তি বাসে ওঠে। পরে ব্যাংক টাউন ব্রিজের ওপর তারা বাস থামায়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাসে থাকা নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

একই বাসে থাকা তায়েফুর রহমান নামে এক যাত্রী বলেন,‘পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। এসময় তিন থেকে চারজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠে। তারপর ধারলো অস্ত্রের ভয় দেখিয়ে আমার স্ত্রীসহ আরও কয়েকজন নারীর স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।’

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। পরে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার একই কৌশলে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আরশি

×