ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব: ড. আব্দুল্লাহ্-আল-মামুন

প্রকাশিত: ১৩:৫৯, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০১, ১১ এপ্রিল ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব: ড. আব্দুল্লাহ্-আল-মামুন

ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী ইসরায়েলি হামলার বিরুদ্ধে নজিরবিহীন গণবিক্ষোভ চলছে বলে মন্তব্য করেছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। তিনি বলেন, “ইসরায়েল নিয়ে সারা বিশ্বে এই পরিমাণ বিক্ষোভ আর কখনও হয়নি। মুসলিম, অমুসলিম নির্বিশেষে পৃথিবীর প্রায় প্রতিটি কোণ থেকে প্রতিবাদ উঠছে।”

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও তাকে যুক্তরাষ্ট্রে ডেকে পাঠানো হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য। আর সেই বৈঠকে ট্রাম্প সরাসরি বলেন, “গাজা খালি করতে হবে।” এ বক্তব্যকে তিনি ভয়ংকর বলেও উল্লেখ করেন।

ড. মামুন বলেন, “ইসরায়েল ইতোমধ্যে গাজার ৫০% এলাকা ধ্বংস করে ফেলেছে। ১৮ তারিখের পর থেকে যে ভয়াবহ বর্বরতা চলছে, তাতে গাজায় এখন আর কোনো ‘লিভিং এলিমেন্ট’ অবশিষ্ট নেই।”

তিনি আরো বলেন, “যে আমেরিকা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা শেখায়—তাদের এনজিও আর কনসালট্যান্টরা সারাবিশ্বে এই আদর্শ ছড়িয়ে দিতে চায়, তাদের ভূমিকা আজ সবচেয়ে বড় প্রশ্নের মুখে।”

আশিক

×