
ছবি: সংগৃহীত।
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে ঢাকাবাসীর জন্য থাকছে এক ব্যতিক্রমী আয়োজন—ড্রোন শো ও কনসার্ট। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, চীনা প্রযুক্তি দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। তিনি ঢাকাবাসীকে উদ্দেশ করে বলেন, “হ্যালো ঢাকা, প্রস্তুত হও ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক দুর্দান্ত ড্রোন শো উপভোগের জন্য!”
ড্রোন শো-এর আগে থাকছে মনোমুগ্ধকর কনসার্ট। এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল, বিকেল ৩টায়, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
ফারুকী আরও জানান, এই ড্রোন শো ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত হচ্ছে। তিনি বিশেষ এই সহযোগিতার জন্য চীনের রাষ্ট্রদূত মাননীয় ইয়াও ওয়েনকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি সবার উদ্দেশে বলেন, “বন্ধু-পরিবারসহ সবাইকে আমন্ত্রণ—চলে আসুন এবং আনন্দ ভাগাভাগি করুন!”
সায়মা ইসলাম