ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জাতীয় ইনভেস্টমেন্ট সামিটে

৭৬ দিনের দল দাওয়াত পায়, নূর পায় না কেন? তুষারের প্রশ্ন

প্রকাশিত: ১১:৫৭, ১১ এপ্রিল ২০২৫

৭৬ দিনের দল দাওয়াত পায়, নূর পায় না কেন? তুষারের প্রশ্ন

ছবি সংগৃহীত

জাতীয় বিনিয়োগ সম্মেলনে (ন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট) রাজনৈতিক দল হিসেবে এনসিপি দাওয়াত পেলেও, কেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বা গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকিকে আমন্ত্রণ জানানো হলো না সে প্রশ্ন তুলেছেন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার।

তিনি বলেন, "এনসিপি মাত্র ৭৬ দিন বয়সী দল হয়েও এই জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করতে পারে। অথচ নুরুল হক নূর, যিনি বিগত এক দশক ধরে রাজপথে সক্রিয়  কিংবা জুনায়েদ সাকি যিনি বহুদিন ধরে মুক্তবাজার অর্থনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন তাদের কেন আমন্ত্রণ জানানো হয়নি।"

তুষার আরও বলেন, "আপনি বলছেন বহুত্ববাদ প্রতিষ্ঠা করবেন, কিন্তু তিনটি প্রধান দলের বাইরে চতুর্থ বা বিকল্প কোনো দলকে আহ্বান করলেন না। তাহলে আমার মতো সাধারণ নাগরিকও প্রশ্ন করবেই, এটা কিসের বহুত্ববাদ?"

তিনি হুঁশিয়ার করে বলেন, "রাজনীতিকে ধাপে ধাপে সীমিত করার মানেই হচ্ছে স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া। যত বেশি রাজনৈতিক দল জাতীয় প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে, তত বেশি স্বৈরাচার ঠেকানো সম্ভব হবে।"

আশিক

×